আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের ৮০ মিলিয়ন ডলার চুরি হওয়ার ঘটনায় তদন্ত শুরু করতে কাগজপত্র ও তথ্যসূত্র তলব করেছেন মার্কিন কংগ্রেসের একটি কমিটি। মার্কিন গণমাধ্যমে বুধবার এ সংক্রান্ত খবর প্রকাশ পেয়েছে ।
গত মঙ্গলবার নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্টকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনা সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি দিয়েছেন কংগ্রেসের হাউস অব সায়েন্স কমিটির চেয়ারম্যান লামার স্মিথ। ১৪ জুনের মধ্যে যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।
কমিটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠিতে জানতে চেয়েছেন যে, সুইফট সিস্টেমে কোনো সমস্যা ছিল কি না? আন্তজার্তিক অর্থনৈতিক লেনদেনের নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের তথ্যের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা ।
গত ফেব্রুয়ারি মাসে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। অধিকাংশ অর্থ ফিলিপাইন আর কিছু অর্থ শ্রীলঙ্কায় পাচার হয়েছে, যা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে ।