News71.com
 International
 02 Jun 16, 01:18 PM
 551           
 0
 02 Jun 16, 01:18 PM

জার্মানি-ফ্রান্সে বন্যা ।। ৫ জনের প্রাণহানি ...

জার্মানি-ফ্রান্সে বন্যা ।। ৫ জনের প্রাণহানি ...

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দেশ জার্মানি ও ফ্রান্সে বন্যায় কমপক্ষে ৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৪ জন জার্মানির এবং ১জন ফ্রান্সের। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জার্মনির বাভারিয়ান শহর সিমবাখ অ্যাম ইনে একটি বাড়িতে আটকাপড়া অবস্থায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়। নিকটবর্তী জলের একটি প্রবাহে অপর এক নারীর মৃতদেহ পাওয়া যায়। আর সেন্ট্রল ফ্রান্সে বন্যায় ৮৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। খবর সূত্রে জানা যায়, বন্যায় দেশ দুটির ডজনেরও বেশি শহর প্লাবিত হয়েছে। আটকেপড়াদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আরও কয়েকদিন জল বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন