দিল্লী সংবাদদাতা : আদালতের নির্দেশ মেনে একটি পার্ক দখলমুক্ত করতে গিয়ে সংঘর্ষে প্রান গেল একজন এসপি সহ ২৪ জনের । জবরদখলকারীদের সরাতে গিয়েই বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় মথুরা শহর। ঘটনায় মথুরার পুলিশ সুপার মুকুল দ্বিবেদী-সহ ২৪জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার নতুন করে সংঘর্ষ না হলেও গোটা মথুরা জুড়ে চাপা উত্তেজনা রয়েছে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের নির্দেশ মেনেই বৃহস্পতিবার মথুরার একটি পার্ক জবরদখলকারীদের থেকে মুক্ত করার জন্য অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশকে কার্যত স্তম্ভিত করে দিয়ে জবরদখলকারীরাই পুলিশকে পাল্টা আক্রমণ করে। ইট, পাথর তো বটেই, পুলিশকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয়। উন্মত্ত জনতার হামলায় মথুরার এসপি-সহ একাধিক পুলিশ কর্মী, সাধারণ মানুষ ঘটনায় আহত হন। জবরদখলকারীদের অনেকেও আহত হন। গতকালই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে এসপি মুকুল দ্বিবেদী-সহ আরও কয়েকজন আহতের মৃত্যু হয়। ঘটনায় পুলিশ সুপার ছাড়াও আরও এক অফিসারের মৃত্যু হয়েছে। ২২জন জবরদখলকারীও নিহত হয়েছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ২৪ ছুঁয়েছে। ঘটনার পরে পুলিশের তল্লাশিতে শহরের বেশ কয়েকটি জায়গা থেকে আগ্নেয়াস্ত্র-সহ গুলি উদ্ধার করেছে পুলিশ।
মৃত পুলিশ সুপারের ঘনিষ্ঠদের অভিযোগ, অত্যন্ত দক্ষ এই অফিসার আদালতের নির্দেশ মেনে বারবার পার্কটিকে জবরদখলমুক্ত করতে চাইলেও পুলিশের শীর্ষকর্তারা তাঁকে অনুমতি দেননি। এমনকী, অভিযান চালানোর জন্য তাঁকে পর্যাপ্ত বাহিনীও দেওয়া হয়নি বলে অভিযোগ। নিজের পরিবারের কাছেও বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ঘটনায় প্রায় ২৫০জনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও বিষয়টি নিয়ে ফোনে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেছেন। আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনায় যথেষ্ট চাপে মুলায়ম, অখিলেশের দল সমাজবাদী পার্টি যথেষ্ট চাপে। বিজেপি, কংগ্রেস, মায়াবতীর দল বিএসপি সুযোগ পেয়েই আসরে নেমেছে। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে তারা।