আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাবের বিশেষ শাখার প্রধান প্রশিক্ষক যৌথ অভিযানে নিহত হয়েছেন। দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সি অ্যান্ড সিকিউরিটি এজেন্সি (এনআইএসএ) এই বিষয়টি জানিয়েছে ।
গোয়েন্দা সংস্থা জানায়, যৌথ অভিযানে আল-শাবাবের প্রশিক্ষণ প্রধান ম’আলিম নিহত হয়েছেন। তিনি জঙ্গি সংগঠনটির বিশেষ শাখার প্রশিক্ষক ছিলেন। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ঘটনার বিষয়ে জঙ্গি সংগঠনটির পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত বুধবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে গাড়ি বোমা হামলা চালায় সংগঠনটি। এতে ২ এমপি সহ কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয় ।