News71.com
 International
 04 Jun 16, 12:42 PM
 528           
 0
 04 Jun 16, 12:42 PM

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় একটি মাঝারি ভূমিকম্প ।।

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় একটি মাঝারি ভূমিকম্প ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যা ৪ দশমিক ৬ মাত্রার। আজ বাংলাদেশ সময় সকাল ৯টা ১৮ মিনিটে দ্বীপটিতে এ ভূকম্পন অনুভূত হয়েছে ।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে যার উৎপত্তি ছিল ৪০ কিলোমিটার গভীরে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির শঙ্কা নেই বলেও জানিয়েছে তারা। ভৌগোলিক কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প দেখা দেয়। ২০০৪ সালে এই সুমাত্রায়তেই ভূমিকম্প পরবর্তী সুনামিতে ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন