News71.com
 International
 04 Jun 16, 12:59 PM
 1514           
 0
 04 Jun 16, 12:59 PM

সৌদির মক্কা নগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওমরাহ পালন এবং দেশ ও জাতির কল্যাণ চেয়ে নামাজ আদায়....

সৌদির মক্কা নগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওমরাহ পালন এবং দেশ ও জাতির কল্যাণ চেয়ে নামাজ আদায়....

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব পৌঁছে পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার মধ্যরাতে প্রধানমন্ত্রী তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের কয়েকজন সদস্য ও সফরসঙ্গীদের নিয়ে জেদ্দা থেকে মক্কায় পৌঁছান। হারাম শরিফের পাশে মক্কা গেস্ট প্যালেসে কিছুক্ষণ অবস্থানের পর তিনি সঙ্গীদের নিয়ে হারাম শরিফে যান।

হারাম শরিফে পরিবারের সদস্য ও সফরসঙ্গীদের নিয়ে মধ্যরাতের পর কাবাঘর তওয়াফ শুরু করেন প্রধানমন্ত্রী। তওয়াফ শেষে হারাম শরিফে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী সাফা-মারওয়া প্রদক্ষিণ করেন। মক্কায় তিনি ফজরের নামাজ আদায় করেন। ওমরাহ পালন শেষে প্রধানমন্ত্রী মক্কা গেস্ট প্যালেসে অবস্থান করছেন।

এর আগে শুক্রবার সৌদি সময় ৮টার কিছু আগে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ, সামরিক বাহিনীর প্রধানসহ সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংর্বধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিং ফয়সাল প্যালেসে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি ক্রাউন প্রিন্স আয়োজিত নৈশভোজে অংশ। নৈশভোজ শেষে কিং ফয়সাল প্যালেস থেকে প্রধানমন্ত্রী আবাসস্থল জেদ্দা কনফারেন্স প্যালেসে আসেন। এখানে কিছু সময় অবস্থানের পর প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে হারাম শরিফের উদ্দেশে যাত্রা করেছিলেন। এর আগে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী রিয়াদে বাংলাদেশের চ্যান্সেরি কমপ্লেক্স এবং বাংলাদেশ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। আগামীকাল রবিবার জেদ্দা নগরীর আল আন্দালুসে সৌদি বাদশাহর আল সালাম প্রাসাদে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফ বিন আবদুল আজিজ বাদশাহের প্রাসাদে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন