আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুডে বন্যা কবলিত এলাকায় একটি টহলযান উল্টে নিখোঁজ ৪ সেনার মরদেহ গতকাল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত সেনার সংখ্যা দাঁড়াল ৯ জনে ।
যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তার গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে ফোর্ট হুডে সেনা বহনকারী একটি গাড়ি বন্যার পানিতে ভেসে গেলে এ সব সেনা সদস্য মারা যায়। ৩ সেনা মারা যায় ঘটনাস্থলেই। ঔ রাতেই আরো ২ সেনার লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ৩ সেনাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ৪ সেনা নিখোঁজ ছিল। পরে গতকাল তাদের মরদেহ উদ্ধার করা হয় ।
গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে টেক্সাসের একটি অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। এ পর্যন্ত সেখানে ৯ সেনা সদস্যসহ মোট ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।