News71.com
 International
 04 Jun 16, 07:27 PM
 547           
 0
 04 Jun 16, 07:27 PM

আর্থিকখাতে বিশ্বখ্যাত গবেষণা সংস্থার মন্তব্য: এবারের বাজেট অভ্যন্তরীণ শিল্প বিকাশে সহায়ক

আর্থিকখাতে বিশ্বখ্যাত গবেষণা সংস্থার মন্তব্য: এবারের বাজেট অভ্যন্তরীণ শিল্প বিকাশে সহায়ক

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের সুনির্দিষ্ট নির্দেশনা আছে এবং এ বাজেট অভ্যন্তরীণ শিল্প বিকাশে সহায়ক বলে মন্তব্য করেছে আর্থিকখাতে বিশ্বখ্যাত গবেষণা সংস্থা প্রাইস ওয়াটার হাউজ কুপারস।

তবে অবকাঠামো এবং বিদ্যুৎখাতে বিনিয়োগে যে করারোপ করা হয়েছে দীর্ঘমেয়াদে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা সতর্ক করেছে।বাজেট পর্যালোচনা, আর্থিকখাতে গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ১‘শ ৫৭ টি দেশে কাজ করছে প্রাইস ওয়াটার হাউজ কুপারস পিডাব্লিউসি।

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ব্যবসায়ীদের উপর কি প্রভাব ফেলবে তার বিশ্লেষণ সাংবাদিকদের কাছে তুলে ধরে সংস্থাটি।তারা বলেছে, বড় অংকের বাজেট বাস্তবায়নে কর প্রশাসন শক্তিশালী করার পাশাপাশি করের আওতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে বাজেটে।

অভ্যন্তরিণ শিল্প বিকাশে উৎপাদকদের জন্য যে কর হ্রাসের প্রস্তাব আনা হয়েছে তা ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। রাজস্ব আদায়ের যে প্রস্তাবনা রাখা হয়েছে তা বাস্তবায়নে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পিডাব্লিউসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন