আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাই-পুনে হাইওয়েতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩৩ জন। আজ সকালে এ দুর্ঘটনাটি ঘটে ।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে বাস ও প্রাইভেটকারের আরোহীদের উদ্ধারের চেষ্টা করা হয়। ঠিক কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি ।