আন্তর্জাতিক ডেস্কঃ ঝড়ের কবলে পড়ে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাইলং লেকে একটি নৌকা উল্টে ১৪ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একশিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে সিচুয়ান প্রদেশের ওই লেকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে।
এতে বলা হয়, ১৮ জন যাত্রীসহ একটি নৌকা যোগে আনন্দ ভ্রমণ হচ্ছিলো। আকস্মিকভাবে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। পরে উদ্ধার কর্মীরা এসে ৪জনকে উদ্ধার করতে সক্ষম হন। বাকি ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।