আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো ২০১৬ টুর্নামেন্টে হামলার পরিকল্পনার অভিযোগে এক ফরাসি নাগরিককে আটক করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। ইউক্রেন নিরাপত্তা সার্ভিসের পক্ষ থেকে সোমবার বলা হয়, চলতি সপ্তাহের শেষদিক থেকে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে কমপক্ষে ১৫টি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল আটককৃত ওই ফরাসি।
এসবিইউ সিকিউরিটি সার্ভিসের প্রধান ভাসিল গ্রেটসাক বলেছেন, আটককৃত ব্যক্তিটি মুসলমানদের একটি মসজিদ, ইহুদীদের একটি প্রর্থনা কেন্দ্র সিনাগগ, আয়কর সংগ্রহকারী প্রতিষ্টান, টহল পুলিশ ইউনিট ও বেশ কয়েকটি স্থাপনা উড়িয়ে দেয়ার পরিকল্পনা করছিল।
গ্রেটসাক সাংবাদিকদের বলেন, ‘ওই ফরাসি নাগরিক ১৫টি স্থানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। এজন্য সে ৫টি কালাসনিকভ রাইফেল, ৫ হাজারেরও বেশী বুলেট, দুটি ট্র্যাঙ্ক বিধ্বংসী গ্রেনেড ল্যান্সার, ১২৫ কেজি বিস্ফোরক(টিএনটি), ১০০টি ডেটনেটরসহ সন্ত্রাসী হামলার বিভিন্ন ধরনের বিস্ফোরণ সহায়ক যন্ত্রপাতি সংগ্রহ করেছে।’