News71.com
 International
 07 Jun 16, 01:31 AM
 619           
 0
 07 Jun 16, 01:31 AM

আবারও থেমে গেল লন্ডনের ঐতিহাসিক বিগবেন ঘড়ি .....

আবারও থেমে গেল লন্ডনের ঐতিহাসিক বিগবেন ঘড়ি .....

আন্তর্জাতিক ডেস্ক: ‘ফুলে গন্ধ নেই, সে তো ভাবতেও পারি না!
সময় থমকে যায়নি, তবে এরকমটাই মনে হবে বিগ বেনের সামনে দাঁড়ালে! থমকে গেল লন্ডনের বিগ বেন। যে ঘড়ির সময় দেখে এতদিন গোটা লন্ডনের লোকজন নিজেদের ঘড়ির সময় মেলাত, সেটাই বন্ধ হয়ে গেল! বিবিসি'র বেতার যন্ত্র মারফৎ যে ঘন্টার ধ্বনি পৃথিবীর সর্বত্র ধ্বনিত হয়, সেই বিখ্যাত অনুরণন ধ্বনি আপাতত বন্ধ তিন বছরের জন্য। এই পর্যন্ত ১৯৭৭ সালের ৪ এপ্রিলের দুপুর বেলা থেকে ১৭ এপ্রিল দুপুর অবদি টানা ১৩ দিন বন্ধ থাকার রেকর্ড ছিল এই ঘড়ির দীর্ঘতম বিরতি।

তার আগে মানে যখন থেকে ঘড়িটি চালু হয়েছে তখন থেকেই বিগ বেন সঠিক সময় দিয়েছে। সঠিক সময় দেখানো ও একটি ১৩ টন ওজনের ঘন্টার জন্যই তো বিগ বেন সারা বিশ্বের লোকের কাছে জনপ্রিয়। আসলে নতুন করে বিগ বেনকে সাজাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯৩ কোটি খরচ করে এই সাজানোর কাজটি করা হবে বলে জানা যাচ্ছে। এক নাগাড়ে কাজ করেছে বিগ বেন। বিগ বেনের খ্যাতি তো সেই কবে থেকেই!

বেঞ্জামিন হলের নাম অনুসারে এই ঘড়ির এমন নাম। এই নাম দ্বারা আগে শুধু ঘন্টাটাকেই বোঝাত, কিন্তু এখন ঘড়িটিকেই বোঝায়। পর্যটকের কাছে লন্ডন দেখার অপর নাম বিগ বেন দেখা! ১৮৫৯ সালের ৩১ মে থেকে ঘড়িটি প্রথম টিকটিক করে চলতে থাকে। এতদিন ধরে চলা বিগ বেনের চেহারার দিকে খেয়াল রাখা হয়নি। এখন শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য মন্ডিত উঁচু অট্টালিকার ঘড়িটিকে নতুন করে রং করা হবে। সাদা কালো ডায়ালের এই ঘড়িতে প্রত্যেকটি অংশেই কালো রং করা হবে। বিগ বেনের সোনালি রঙের অংশেও নতুন করে রং লাগানো হবে।তাই বিগ বেন বন্ধ রেখে সে সব কাজই চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন