News71.com
 International
 09 Jun 16, 07:28 PM
 557           
 0
 09 Jun 16, 07:28 PM

ভারতে ফসল নষ্টের অজুহাতে ২ শতাধিক নীলগাই হত্যা ।। মেনোকার গান্ধীর ক্ষোভ...

ভারতে ফসল নষ্টের অজুহাতে ২ শতাধিক নীলগাই হত্যা ।। মেনোকার গান্ধীর ক্ষোভ...

আন্তর্জাতিক ডেস্কঃ ফসল নষ্টের অজুহাতে হায়দরাবাদ থেকে ভাড়াটে শিকারি এনে ভারতের বিহার রাজ্যে মোকামায় আড়াইশোরও বেশি বিরল প্রজাতির নীলগাই হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির নারী ও শিশু কল্যাণমন্ত্রী মানেকা গান্ধী।

তিনি সরাসরি অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। বিহারের রাজধানী পাটনার কাছে মোকামায় জমি উর্বর হওয়ায় সেখানে ফসল ভাল হয়। সংলগ্ন জঙ্গল থেকে ফসল খাওয়ার লোভে প্রায়ই হানা দেয় বিরল প্রজাতির প্রাণী নীলগাই। কৃষকদের স্বার্থরক্ষায় হায়দরাবাদ থেকে শিকারি এনে গত তিনদিন ধরে নীলগাইগুলিকে গুলি করে মারা হচ্ছিল। এ জন্য কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় ছাড়পত্র দেওয়া হয়েছিল। বিষয়টি জানাজানি হতেই দেশজুড়ে তৈরি হয় বিতর্ক।


মানেকা বলেন, তিনি বুঝতে পারেন না, বন্যপ্রাণীদের মেরে ফেলার ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়ের এত রক্তলিপ্সা কেন। তিনি যোগ করেন, পরিবেশ মন্ত্রণালয় বন্য শুয়োর, বানর ও হাতি মেরে ফেলার জন্য অনুমতি দিয়ে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে। মানেকার অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতেই নীল গাই হত্যার অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারতের রাজনিতিতে ইন্দিরা গান্ধীর পুত্রবধুর মানেকা পশুপ্রেমী হিসেবেই পরিচিত। সঞ্জয় গান্ধী অ্যানিমেল কেয়ার সেন্টারের প্রধান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন