News71.com
 International
 28 Jun 24, 11:47 PM
 26           
 0
 28 Jun 24, 11:47 PM

ইউরোপের ৮১টি গণমাধ্যমকে নিষিদ্ধ করলো রাশিয়া॥

ইউরোপের ৮১টি গণমাধ্যমকে নিষিদ্ধ করলো রাশিয়া॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার মানুষ ৮০টির বেশি পশ্চিমা সংবাদমাধ্যম আর দেখতে পারবেন না। মস্কোর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সংবাদমাধ্যমগুলো রাশিয়াবিরোধী খবর প্রচার করছে এবং ভুল তথ্য দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে এ সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে। যে গণমাধ্যমগুলো বন্ধ করা হয়েছে, তার মধ্যে ফরাসি সংবাদসংস্থা এএফপি, জার্মানির স্পিগেল, স্পেনের এল প্যারিস, অস্ট্রিয়া, ইতালি এবং ইতালির জাতীয় সংবাদসংস্থা রয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে বিখ্যাত সংবাদমাধ্যম পলিটিকোর ওপরও। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ দিনের সিদ্ধান্তের পেছনে মে মাসের একটি ঘটনা আছে। সে সময় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার চারটি গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যার মধ্যে ছিল - ভয়েস অফ ইউরোপ, আরআইএ নিউজ এজেন্সি এবং ইজভেস্টিয়া এবং রসিয়স্কায়া গেজেটা সংবাদপত্র। অভিযোগ ছিল, ক্রেমলিনের হয়ে প্রোপাগান্ডা করছে ওই গণমাধ্যমগুলি। প্রাগের ভয়েস অফ ইউরোপও সেই তালিকায় আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন