News71.com
 International
 03 Jul 24, 09:49 AM
 30           
 0
 03 Jul 24, 09:49 AM

ভারতে বিজেপি শাষিত রাজ্য উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু॥

ভারতে বিজেপি শাষিত রাজ্য উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিজেপি শাষিত রাজ্য উত্তর প্রদেশের হাতরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১২১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জেলার সিকান্দ্রারাউ এলাকার রতিভানপুর গ্রামে হাতরাস নামে একজন ধর্মীয় প্রচারক তাবু টানিয়ে 'সৎসঙ্গে' অনুসারীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ মনে করছে, অনুষ্ঠানস্থলে অনেক মানুষ থাকায় একপর্যায়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। এরপর অনেক মানুষ একসঙ্গে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়।

এই আয়োজনটি যে সময়ে চলছিল তখন প্রচণ্ড গরম ছিল বলেও জানিয়েছে দেশটির পুলিশ। আলীগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর বলেন, ‘এটি ছিল ধর্ম প্রচারক ভোলে বাবার সৎসঙ্গ সভা।' অবশ্য, অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন জানিয়েছেন, সৎসঙ্গ শেষ হওয়ার পর সবাই বের হওয়ার জন্য তাড়াহুড়ো করায় এ ঘটনা ঘটেছে। জানাগেছে সরকারের তরফ থেকে ৮০হাজার মানুষের সমবেত হওয়ার অনুমতি থাকলেও সেখানে আড়াই লাখ মানুষের সমাবেশ ঘটেছিল। তীব্র গরম ও এই ভীড়ের মধ্যে সকলে হুড়োহুড়ি করে সাধু বাবার পা ছোয়ার চেষ্টা করলে এই বিপত্তি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন