News71.com
 International
 03 Jul 24, 09:51 AM
 29           
 0
 03 Jul 24, 09:51 AM

ভারতের আসামে বন্যায় ৩৮ জনের প্রাণহানি॥ পানিবন্দী সাড়ে ১১ লাখ

ভারতের আসামে বন্যায় ৩৮ জনের প্রাণহানি॥ পানিবন্দী সাড়ে ১১ লাখ

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আসামে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৩৮ জনের প্রাণহানি হয়েছে। রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর মধ্যে অন্তত আটটির পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন আসামের ২৮টি জেলার পায় সাড়ে ১১ লাখ মানুষ। আসামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান এ বিষয়টি জানিয়েছে। আসামের আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (এএসডিএমএ) গতকাল মঙ্গলবার বন্যা সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় বন্যায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই ৩ জনসহ রাজ্যটিতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ জনে।

এএসডিএমএ জানিয়েছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কারণ রাজ্যের ২৮টি জেলার ১১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে অথবা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত উল্লেখযোগ্য জেলাগুলো হলো—কামরূপ, তামুলপুর, চিরাং, মরিগাঁও, লখিমপুর, বিশ্বনাথ, ডিব্রুগড়, করিমগঞ্জ, উদালগুড়ি, নগাঁও, বনগাইগাঁও, সোনিতপুর, গোলাঘাট, হোজাই, দাররাং, চরাইদেও, নলবাড়ি, জোড়হাট, শিবসাগর, কার্বি আংলজিপাড়া, মাজুলগঞ্জ, গোলাঘাট, তিনসুকিয়া, কোকরাঝাঁড়, বারপেতা, কাছাড়, কামরূপ (এম)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন