স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। এর পাঁচ বছর পরই তারা আরেকটি বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পাচ্ছে। ২০৩১ ফিফা উইমেন’স বিশ্বকাপের স্বাগতিক দেশ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০৩৫ সালে নারী বিশ্বকাপের পরবর্তী আসরটি হবে আবার যুক্তরাজ্যে।বৃহস্পতিবার সার্বিয়ার বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই দুই বিশ্বকাপের স্বাগতিকের নাম ঘোষণা করেন। তিনি জানান, ২০৩১ আসরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ প্রস্তাব করেনি। ২০৩৫ বিশ্বকাপের জন্যও একমাত্র বৈধ বিড করেছে যুক্তরাজ্য। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলিয়েই বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম দেশ হিসেবে তৃতীয়বার নারী বিশ্বকাপের স্বাগতিক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে তারা ১৯৯৯ ও ২০০৩ আসর আয়োজন করেছিল। জানা গেছে, ২০৩১ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে কনক্যাকাফ অঞ্চলের অন্য কোনো দেশ যুক্ত হতে পারে।অন্যদিকে যুক্তরাজ্য নারী বিশ্বকাপ আয়োজন করবে প্রথমবার। সবকিছু নিশ্চিত হতে সামান্য আনুষ্ঠানিকতা বাকি আছে। আগামী বছর ফিফা কংগ্রেসে এই দুই আয়োজকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে হবে।