News71.com
 Sports
 24 Apr 25, 06:23 PM
 19           
 0
 24 Apr 25, 06:23 PM

হঠাৎ স্থগিত সাফ ফুটবলের ১৫তম চ্যাম্পিয়নশিপ ম‍্যাচ॥

হঠাৎ স্থগিত সাফ ফুটবলের ১৫তম চ্যাম্পিয়নশিপ ম‍্যাচ॥

নিউজ ডেস্ক:  সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৫ নিয়ে নতুন বার্তা দিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। চলতি বছরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার ১৫তম আসর। তবে তা স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টটি এ বছর নয়, আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিদ্ধান্ত জানিয়ে বলে, সাফ, এর সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, মসৃণভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন