News71.com
 International
 26 Aug 25, 12:44 PM
 74           
 0
 26 Aug 25, 12:44 PM

ইয়েমেনের হুতি ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা॥নিহত ১০, আহত ৮৬  

ইয়েমেনের হুতি ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা॥নিহত ১০, আহত ৮৬   

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে হুতিদের এক ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার হয়েছে বলে অভিযোগ ওঠার পরই এ পাল্টা অভিযান চালানো হয়। খবর বিবিসির। সোমবার (২৫ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামলার লক্ষ্য ছিল হুতিদের একটি সামরিক কমপ্লেক্স। সেখানে প্রেসিডেন্ট প্রাসাদ, জ্বালানি ডিপো এবং একটি বিদ্যুৎকেন্দ্র অবস্থিত ছিল। হুতি কর্মকর্তাদের দাবি, এ হামলায় অন্তত ১০ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। চলমান সংঘাতে হুতিদের পক্ষ থেকে প্রথমবার ক্লাস্টার বোমা ব্যবহারের ঘটনা বলে জানিয়েছে ইসরায়েল। তবে আইডিএফ কেন হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখযোগ্য যে, বিশ্বের শতাধিক দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন