News71.com
 International
 29 Aug 25, 10:43 AM
 39           
 0
 29 Aug 25, 10:43 AM

আফগানিস্তানে পাকিস্তানি ড্রোন হামলার॥রাষ্ট্রদূতকে তলব  

আফগানিস্তানে পাকিস্তানি ড্রোন হামলার॥রাষ্ট্রদূতকে তলব   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নাঙ্গারহার এবং খোস্ত প্রদেশে বাড়িঘর লক্ষ্য করে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আফগান কর্মকর্তারা জানান, বুধবার গভীর রাতে এই হামলায় ৩ জন নিহত এবং সাত জন আহত হয়েছে। এর প্রতিবাদে তালেবান সরকার কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে। আফগান মিডিয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী খোস্তের স্পেরা জেলায় হাজী নাঈম খানের বাড়িতে ড্রোন হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আফগানিস্তানের পূর্ব সীমান্তবর্তী নাঙ্গারহারের শিনওয়ার জেলার একজন তালেবান মুখপাত্র জানান, সেখানে শাহসাওয়ার নামে এক ব্যক্তির বাড়ি ধ্বংস হয়ে গেছে। তার চার ছেলে এবং দুই স্ত্রী আহত হয়েছেন। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন