News71.com
 Sports
 30 Aug 16, 08:33 PM
 649           
 0
 30 Aug 16, 08:33 PM

রিয়ালের পক্ষে বাজি আনচেলত্তির ।।

রিয়ালের পক্ষে বাজি আনচেলত্তির ।।

 

স্পোর্টস ডেস্কঃ তিন মৌসুমে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও বিগত চার বছরে লা লিগা জেতেনি রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, চলতি মৌসুমে খরাটা ঘুচবে গ্যালাকটিকোদের।

আনচেলত্তি বলেন, স্পেনে লিগ জেতাটা কঠিন। কিন্তু আমি মনে করি অনেক বছর পর এবার লিগ শিরোপা উঁচিয়ে ধরবে রিয়াল।

রিয়ালকে নিয়ে কথা বলার পাশাপাশি সাবেক শিষ্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন বর্তমান বায়ার্ন মিউনিখের কোচ। আনচেলত্তি মনে করেন, এবার লিগের সর্বোচ্চ গোলদাতা হবেন তিন বারের বর্ষসেরা তারকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন