News71.com
 Sports
 30 Nov 19, 01:10 PM
 607           
 0
 30 Nov 19, 01:10 PM

ফুটবল॥ফিফা র‍্যাংকিংয়ে ৩ ধাপ পেছাল বাংলাদেশ  

ফুটবল॥ফিফা র‍্যাংকিংয়ে ৩ ধাপ পেছাল বাংলাদেশ   

স্পোর্টস ডেস্কঃ ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি হয়েছে। তিনধাপ পিছিয়ে জেমি ডে বাহিনীদের বর্তমান ১৮৭। যদিও বিশ্বকাপ বাছাইয়ে দারুণ পারফর্ম দেখিয়ে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ড্র করেছিল জেমি ডে’র শিষ্যরা।ভারত ম্যাচের পর চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে ওমানের মাঠে খেলতে নেমে ৪-০ গোলে হারে বাংলাদেশ। তার প্রভাব পড়েছে সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে।গত মাসে ৯২০ পয়েন্ট নিয়ে তিনধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠেছিল বাংলাদেশ। আবারও লাল-সবুজের জার্সিধারীদের নেমে যেতে হয়েছে ১৮৭তম স্থানে। এবার পয়েন্ট ৯১৫।ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‍্যাংকিংয়ের সেরা দশে নতুন কোনো দেশ জায়গা করে নিতে পারেনি। আগের অবস্থানেই আছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা। শীর্ষে আছে বেলজিয়াম

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন