স্পোর্টস ডেস্ক: মঙ্গলবারই নিজের রোজারিওর বাসভবনে পৌঁছেছেন মেসি। আর তার বাসভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তাদের সবার একটাই চাওয়া, অবসর ভেঙ্গে ফিরে আসো লিও। মানুষের এত ভালোবাসা মেসি কি পারবেন ফেলে দিতে? এটা কেবল মেসিই জানেন পরবর্তীতে তিনি কি করবেন।
মেসিকে ফেরাতে এক হয়ে নেমেছে আর্জেন্টিনার ঘরোয়া লিগের ফুটবলাররা। মেসিকে ফেরাতে এক ভোটের আয়োজন করে আর্জেন্টিনার ঘরোয়া লিগ কর্তৃপক্ষ।
মেসি ফেরার আগ পর্যন্ত লিগের কোন ম্যাচে না নামার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার ক্লাবগুলো। এতে কার্যত অনেকটা অচল হয়ে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবল।
মঙ্গলবারই নিজের রোজারিওর বাসভবনে পৌঁছেছেন মেসি। আর তার বাসভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তাদের সবার একটাই চাওয়া, অবসর ভেঙে ফিরে আসো লিও। মানুষের এত ভালোবাসা মেসি কি পারবেন ফেলে দিতে? এটা কেবল মেসিই জানেন পরবর্তীতে তিনি কি করবেন।