News71.com
 Sports
 02 Jul 16, 11:36 AM
 996           
 0
 02 Jul 16, 11:36 AM

ইউরোকাপ ফুটবল ।। আজ রাতে ইউরো কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখমুখি হবে ইতালি

ইউরোকাপ ফুটবল ।। আজ রাতে ইউরো কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখমুখি হবে ইতালি

নিউজ ডেস্কঃ ফ্রান্সে চলমান ১৫তম ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা চলছে। এ পর্বের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে জার্মানি ও ইতালি। স্থানীয় সময় আজ রাত ৮টায় [বাংলাদেশ সময় রাত ১টা] ম্যাচটি শুরু হবে।

আর কাল ৩ জুলাই চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ফ্রান্স ও এবারের আসরের বিস্ময় আইসল্যান্ড। আর ১০ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।

এদিকে, গতরাতে বেলজিয়ামকে কোয়ার্টার ফাইনালের এক ম্যাচে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ওয়েলস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন