News71.com
 Sports
 20 Dec 21, 11:03 AM
 297           
 0
 20 Dec 21, 11:03 AM

ফুটবল॥ ম্যানসিটির বড় জয়, পয়েন্ট হারাল চেলসি

ফুটবল॥ ম্যানসিটির বড় জয়, পয়েন্ট হারাল চেলসি

স্পোর্টস ডেস্কঃইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। রোববার প্রতিপক্ষের মাঠে সিটির হয়ে একটি করে গোল করেন রুবেন দিয়াস (৫), জোওয়া কানসেলো (২৭), রিয়াদ মাহরেজ (৬৩) ও রাহিম স্টার্লিং (৮৬)। এদিকে একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে উলভসের মাঠে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে চেলসি। ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই অবস্থান করছে ম্যানসিটি। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন