News71.com
 Technology
 21 Jul 16, 12:23 PM
 959           
 0
 21 Jul 16, 12:23 PM

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে এই অ্যাপগুলি এখনই ডিলিট করুন

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে এই অ্যাপগুলি এখনই ডিলিট করুন

প্রযুক্তি ডেস্কঃ  এখন সবার হাতে হাতে স্মার্টফোন। হাতের আঙুলের ছোঁয়ায় এক ফোনেই সব কাজ হাসিল। কিন্তু স্মার্টফোন ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হল এর ব্যাটারি। বলা নেই, কওয়া নেই যখন তখন ব্যাটারি শেষ হয়ে ফোন বন্ধ। রাস্তাঘাটে বিড়ম্বনার একশেষ। তবে, কিছু কিছু অ্যাপ এখনই ডিলিট করে দিলে আপনার ফোনের ব্যাটারিটা কিছুটা হলেও বাঁচতে পারে। যেমন-

ব্যাটারি সেভার অ্যাপ- ব্যাটারি বাঁচায় কম, খরচা করে বেশি। এমনকী তখনও এই অ্যাপটি চলতে থাকে, যখন ফোনে কোনও কাজ করা হয় না।

সোশ্যাল মিডিয়া অ্যাপ- ফেসবুক, মেসেঞ্জারে সারাদিন অন থাকেন? ফোনে স্কাইপ ও রয়েছে? ফোনের ব্যাটারি সবচেয়ে বেশি খরচা করে এই অ্যাপগুলি।

অ্যান্টি-ভাইরাস অ্যাপ- সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ব্যাটারি খরচা হয়।

ফটো এডিটিং অ্যাপ- আপনি যত বেশি আপনার ফোনে ফটো এডিট করেন, তত বেশি খরচ হয় ফোনের ব্যাটারি। মারাত্মক ব্যাটারি খায় এই অ্যাপগুলি।

ব্রাউজিং অ্যাপ- আপনার ফোনে একের বেশি ব্রাউজিং অ্যাপ থাকলেও ব্যাটারি খরচা বেশি হতে পারে।

গেমিং অ্যাপ- গেমিং যে স্মার্টফোনের শত্রু, সেটা আজ বোধহয় দশ বছরের বাচ্চাও জানে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন