News71.com
 Technology
 07 May 24, 10:58 PM
 122           
 0
 07 May 24, 10:58 PM

পিথাগোরাসের উপপাদ্যের নতুন প্রমাণ দিয়ে চমক দেখালেন ২ মার্কিন তরুণী॥

পিথাগোরাসের উপপাদ্যের নতুন প্রমাণ দিয়ে চমক দেখালেন ২ মার্কিন তরুণী॥


আন্তর্জাতিক ডেস্কঃ আমাদের দেশের মাধ্যমিক পর্যায় পেরিয়ে আসাদের কাছে পিথাগোরাসের উপপাদ্য বহুল পরিচিতি একটি বিষয়। প্রায় ২ হাজার বছর আগের এই উপপাদ্য এত দিন ধরে একটি সাধারণ নিয়মেই প্রমাণিত হয়ে আসছিল। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের দুই কলেজ শিক্ষার্থী এই উপপাদ্য প্রমাণের নতুন পদ্ধতি বের করেছেন। গত রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ক্যালসিয়া জনসন ও নিকিয়া জ্যাকসন নামে দুই শিক্ষার্থী এই দাবি করেন। এবং তাঁরা তাদের এই দাবির সপক্ষে প্রমাণও উপস্থাপন করেছেন।

ক্যালসিয়া বলেন, ‘আমরা পাঁচটি উপায় পেয়েছিলাম এবং পরে একটি সাধারণ পদ্ধতি পাই—যা দিয়ে অন্তত পাঁচ উপায়ে উপপাদ্যটি প্রমাণ করা যায়।’ উপপাদ্য প্রমাণের বিকল্প সূত্র আবিষ্কারের পরও ক্যালসিয়া ও নিকিয়া বলছেন, তাঁরা মোটেও গণিতের জিনিয়াস না এবং পেশা হিসেবেও গণিতজ্ঞ হওয়াকে বেছে নেবেন না তাঁরা। এ বিষয়ে নিকিয়া বলেন, ‘আমি গণিতবিদ হয়ে গেলে মানুষ আমার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা রাখবে।’ ক্যালসিয়া বলেন, ‘আমি চাই না যে, এটি আমার পেশা হোক।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন