News71.com
 Technology
 26 Oct 24, 09:47 AM
 67           
 0
 26 Oct 24, 09:47 AM

অ্যাপলের এআই ক্লাউড হ্যাকে করতে পারলে মিলিয়ন ডলার পুরস্কার ঘোষনা॥

অ্যাপলের এআই ক্লাউড হ্যাকে করতে পারলে মিলিয়ন ডলার পুরস্কার ঘোষনা॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ টেক জায়ান্ট অ্যাপলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্লাউড সিস্টেমের নাম ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’। আগামী সপ্তাহে আত্মপ্রকাশ হতে যাওয়া ক্লাউড সিস্টেমটি অ্যাপল ইন্টেলিজেন্স পরিচালনায় বড় ভূমিকা রাখবে। প্রাইভেট ক্লাউড কম্পিউটের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন দুর্বলতা খুঁজে বের করতে নিরাপত্তা গবেষকদের জন্য ১০ লাখ ডলার( ১ মিলিয়ন) পর্যন্ত পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। খবর টেকক্রাঞ্চ। অ্যাপলের নিরাপত্তাবিষয়ক ব্লগ সিকিউরিটি রিসার্চে বলা হয়েছে, দূর থেকে (রিমোটলি) প্রাইভেট ক্লাউড কম্পিউট সার্ভারে ক্ষতিকর কোড পরিচালনা করা যেতে পারে, এমন ঝুঁকি ধরিয়ে দিলে ১০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার দেয়া হবে।

অ্যাপল আরো জানিয়েছে, তাদের এআই ক্লাউডে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য বা দাখিল করা জিজ্ঞাসা অন্যের হাতে চলে যাওয়ার ঝুঁকি যদি ব্যক্তিগতভাবে জানানো হয়, তাহলে ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেয়া হবে। ‘অ্যাপল সিকিউরিটি বাউন্টি’ প্রোগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠানটির পণ্য ও সেবায় নিরাপত্তা ত্রুটি ও ঝুঁকি ধরিয়ে দেয়ার মাধ্যমে নিরাপত্তা গবেষকদের পুরস্কৃত করা হয়। এ প্রোগ্রামের কোনো বিভাগের আওতায় পড়ে না, এমন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু শনাক্ত করলে ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেবে অ্যাপল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন