News71.com
 Technology
 08 Aug 16, 09:53 PM
 869           
 0
 08 Aug 16, 09:53 PM

স্পর্শ করা যাবে নতুন প্রযুক্তির ভিডিও

স্পর্শ করা যাবে নতুন প্রযুক্তির ভিডিও

প্রযুক্তি ডেস্ক: এবার ইচ্ছা করলেই হাত দিয়ে ছুঁয়ে দিতে পারবেন পছন্দের নায়ক বা নায়িকাকে। আপনার আঙুলটাকে মোবাইলের স্ক্রিনে লেগে থাকা নায়ক বা নায়িকার গালে ঠেকালেই সেটা টোল ফেলে খানিক ভিতরে ঢুকে যাবে। নতুন প্রযুক্তির সাহায্যে চমকপ্রদ এই ভিডিও তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা।

এতে করে গবেষকরা বলেছেন, শুধু স্মার্টফোন বা টাচ-প্রযুক্তিতেই নয়, মজাদার এই ভিডিও উপভোগ করা যাবে কম্পিউটার স্ক্রিনেও। আর সেক্ষেত্রে হাতের বদলে ব্যবহার করতে হবে মাউস। গবেষকরা বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করে বলেছেন, "ধরুন কোনো রকস্টারের গিটার হাতে নিয়ে গান গাওয়ার ভিডিও দেখছেন। চাইলে তার গিটারটি বাজাতে পারবেন আপনিও। শুধু ‘জুম’ করে গিটারটিকে সামনে এনে এর তারে টান দিন। চোখের সামনেই দেখবেন আপনার সুরেই তারগুলি নড়ছে।" অবশ্য এতে রকস্টারের গানের সুরে ব্যাঘাত ঘটবে কি না, তা অবশ্য জানাননি তারা।

কিংবা আপনি হয়তো কোনো ব্রিজের ভিডিও দেখছেন। আঙুলে ছুঁয়ে দিলে কী হবে? দেখবেন দুলে উঠছে ব্রিজ। আর তাতে চলা গাড়িগুলিও যাচ্ছে উল্টে পাল্টে। কিন্তু কীভাবে হবে এইসব আজব কীর্তিকলাপ? গবেষকরা আরও বলেছেন, ভাইব্রেশন বা কম্পনকে কাজে লাগিয়ে ব্যাপারটিকে সম্ভব করেছেন তারা। হাতের ছোয়া বা মাউসের ক্লিককে কম্পন হিসেবে গ্রহণ করে ওই বিশেষ ভিডিও প্রযুক্তি। তারপর রীতিমতো অংক কষে ঠিক করে এই কম্পনে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির প্রতিক্রিয়া কী হওয়া উচিত। আর এভাবেই দর্শক ভিডিওতে দেখতে পাবেন কম্পনের প্রভাব। যদিও বিষয়টি সময় ও ব্যয় সাপেক্ষ বলে জানান তারা। তারা বলেছে, এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গেম খেলার অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তোলা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন