প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তিতে চলছে বাঁক বদলের খেলা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফিচার যুক্ত হচ্ছে স্মার্টফোনে। কনফিগারেশন হচ্ছে উন্নত থেকে উন্নততর। আর এবার এরই ধারাবাহিকতায় র্যামের গতিও বাড়ছে। মেগাবাইট থেকে এখন গিগাবাইট (জিবি) গতিতে বাড়ছে র্যাম। বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ৪ জিবি এবং ৬ জিবি র্যামের ফোন। আবার খুব শিগগিরই এই তালিকায় যুক্ত হচ্ছে ৮জিবি র্যামের ফোন।
জানা গেছে, প্রায় ৪ মাস আগে লি২ নামের একটি ফোন উন্মোচন করে চীনা স্মার্টফোন নির্মাতা লেইকো। এবার তারা ৮জিবি র্যামের ফোন তৈরির কাজ শুরু করে দিয়েছে। প্রযুক্তিবিশ্বে গুঞ্জন, আগামী মাসেই হ্যান্ডসেটটি উন্মোচন করা হবে। এই ফোনের নামকরণ করা হয়েছে লি ২এস।
শক্তিশালী যন্ত্রাংশ ও ফিচারের এ ডিভাইসের ছবি এরই মধ্যে প্রকাশ করেছে লেইকো। আগামী ৭ সেপ্টেম্বরই উন্মোচনের কথা রয়েছে। কিন্তু সেটা আগামী ৯ সেপ্টেম্বরও হতে পারে। আগামী ৭ সেপ্টেম্বর অ্যাপলের নতুন আইফোন উন্মোচনেরও সম্ভাবনা রয়েছে।
লি ২ এস -এ আরও থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট। সাড়ে ৫ ইঞ্চির ডিসপ্লেবিশিষ্ট হ্যান্ডসেটটিতে থাকবে রিয়ার ক্যামেরা। লি ২এস নিয়ে এখন চলছে টেকপ্রেমীদের জল্পনা-কল্পনা। কিন্তু এর অবসান সেপ্টেম্বরেই হবে বলে আশা করছেন সবাই।