প্রযুক্তি ডেস্ক: নতুন এক স্মার্টফোন তৈরি করেছে টিউরিং রোবোটিকস ইন্ডাস্ট্রিজ (টিআরআই)। এই ফোনটিকে বিশেষজ্ঞরা 'সুপার স্মার্টফোন' বলে দাবি করেছেন। আর এর কারণ, এর দুর্দান্ত স্পেসিফিকেশন।
এই স্মার্টফোনে রয়েছে ‘ভয়েস অন’ টেকনোলজি। ব্যবহারকারীদের গলার স্বর শুনে এই ফোন অন-অফ হবে। এতে রয়েছে বায়োমেট্রিক অথেনটিকেশনও। এই ফোনের নাম হলো 'টিউরিং ফোন ক্যাডেনজাল'। এর নির্মাতারা মডেলটি প্রকাশ্যে আনতেই হইচই শুরু হয়েছে দুনিয়াজুড়ে। অনেকে বলতে শুরু করেছেন যে, নতুন এই ডিভাইস অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ভবিষ্যৎ।
আর এতে রয়েছে ৫.৮ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, রেজ্যুলেশন ১৪৪০x২৫৬০। একটি নয়, এই স্মার্টফোনে রয়েছে দু’টি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিপিউ, সঙ্গে ১২ জিবি র্যাম। ইন্টারনাল স্টোরেজ ১ টিবি অর্থাৎ ১০২৪ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে আরও ৫০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ক্যাডেনজা স্মার্টফোনের ওএস বা অপারেটিং সিস্টেম তৈরি করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি নিজেই। আর এর নাম স্বোর্ডফিশ ওএস। এটিতে ৬০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। এতে করে আইম্যাক্স ৬কে প্রযুক্তিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। ফ্রন্ট ক্যামেরা ২০ এমপি-র। একসঙ্গে ৪ টি ন্যানো সিম কার্ড ইনস্টল করা যাবে। আর এর আছে ১০০ ওয়াট আওয়ার্স ব্যাটারি।
এখন অবশ্য হ্যান্ডসেটটির প্রোটোটাইপ তৈরি হয়েছে, বাজারে আসতে আরও এক বছর দেরি। টিআরআই-এর সিইও স্টিভ চ্যাও বলেছে, ভবিষ্যতে স্মার্টফোনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ইন্টিগ্রেড করার গবেষণা চালাচ্ছে তার প্রতিষ্ঠানটি।