News71.com
 Technology
 02 Mar 16, 12:38 PM
 1278           
 0
 02 Mar 16, 12:38 PM

জিমেইলে নতুন ৫ টি পরিসেবা সংযুক্ত করেছে গুগল কতৃপক্ষ ।।

জিমেইলে নতুন ৫ টি পরিসেবা সংযুক্ত করেছে গুগল কতৃপক্ষ ।।

নিউজ ডেস্ক : বিশ্বের জনপ্রিয় গুগলের ইমেইল পরিসেবা জিমেইলে নতুন পাঁচটি সুবিধা সংযুক্ত করা হয়েছে। গুগল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানে হয়েছে, সেবার মান দ্রুত এবং উন্নত করতে নতুন এ পাঁচ সুবিধা যোগ করা হয়েছে। জিমেইলের এ নতুন এ ৫টি সেবাগুলো হলো :

১. মোবাইলে টেক্সটের ফরম্যাট বদলানোটা বেশ জটিল। তবে এখন অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই পরিবর্তন করা যাবে মেইলের টেক্সটের ফরমেট।

২. জিমেইলে মেইল সেবার পাশাপাশি পাওয়া যাবে ক্যালেন্ডার সুবিধাও। এতে ব্যবহারকারীরা মেইলেই ক্যালেন্ডারের মাধ্যমে জরুরি সমস্ত কাজের শিডিউল করে রাখতে পারবেন।

৩. গুগলের জিমেইল অ্যান্ড্রয়েড অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইল ছাড়া অন্য যেকোনো মেইল থেকে তার মেইল ব্যবহার করতে পারবে।

৪.  নতুন চালু হওয়া টিএলএস এনক্রিপশন অ্যালার্টের মাধ্যমে মেইল বক্সের ইনকামিং মেইল আর কোনটা আউটগোইং মেইল তা চিহ্নিত করা যাবে।

৫. প্রতারণার থেকে ব্যবহারকারীদের বাঁচানোর ব্যবস্থা নিয়েছে জিমেইল। এবার আনঅথিন্টিকেটেড মেইল এলেই সেটাকে চিহ্নত করে দেবে জিমেইল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন