News71.com
 Technology
 01 Oct 16, 03:35 PM
 824           
 0
 01 Oct 16, 03:35 PM

এলিয়েন ধরতে বিশ্বের সবচেয়ে বড় অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ উদ্ভাবন করল চীন।

এলিয়েন ধরতে বিশ্বের সবচেয়ে বড় অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ উদ্ভাবন করল চীন।

 

নিউজ ডেস্ক : ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিন্স ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন, ভিনগ্রহীদের না পড়ে না থাকতে , কারণ এতে বিপদ নিজেদেরই হতে পারে। কিন্তু মানুষ কবে নিজেদের বিপদের পরোয়া করছে। এলিয়েনদের অস্তিত্ব খুঁজতে দক্ষিণ-পশ্চিম চিনের গুইজহো পর্বতের শীর্ষে চীন এই বিশাল অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ তৈরি করেছে। এর ‘প্রতিফলক’ হতে পারে প্রায় ৩০ টি ফুটবল গ্রাউন্ডের সমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন