নিউজ ডেস্ক : হোয়াটসঅ্যাপে ফোনের মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে নতুন ফিচার হিসেবে যুক্ত হচ্ছে ডকুমেন্ট শেয়ারিং সুবিধা। সম্প্রতি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারসহ হালনাগাদ সংস্করণ যুক্ত হয়েছে। বর্তমানে শুধু নতুন ফিচার দিয়ে পিডিএফ শেয়ার করা যাচ্ছে। কিন্তু ডক, ডকএক্স প্রভৃতি ওয়ার্ড ফাইল শেয়ার করা যাচ্ছে না।
হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট অপশন থেকে শেয়ারের এই সুবিধা পেতে প্রাপক ও প্রেরকের একই সংস্করণের হোয়াটসঅ্যাপ থাকতে হবে। শিগগিরই অন্য ফাইল বিনিময় করার সুবিধা যুক্ত হতে পারে বিশ্বের ১০০ কোটি ব্যবহারকারীর এই মেসেজিং প্ল্যাটফর্মে। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।