News71.com
 Technology
 04 Mar 16, 10:01 AM
 1392           
 0
 04 Mar 16, 10:01 AM

বিজ্ঞানীদের দাবী এলিয়েন সঙ্গে কথা বলা যাবে খুব শিগ্‌গিরিই !!

বিজ্ঞানীদের দাবী এলিয়েন সঙ্গে কথা বলা যাবে খুব শিগ্‌গিরিই !!

নিউজ ডেস্ক : শোনা যাচ্ছে খুব শিগ্‌গিরিই কথা বলা যাবে। এলিয়েনদের সঙ্গে কথা বলার ইচ্ছে সেই কবে থেকে। সত্যিই কি সম্ভব কথা বলা? সেই নিয়ে জল্পনাও বিস্তর। কিন্তু কিভাবে কথা বলা যাবে তাদের সঙ্গে?

এলিয়েনদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যায় সেই নিয়ে বহুদিন ধরে বহু গবেষণা চলছে।

সম্প্রতি নতুন পথের সন্ধান দিয়েছেন ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের দুই অ্যাস্ট্রোফিজিসিস্ট রেনে হেলার এবং র‌্যাল্‌ফ পুদ্রিত্‌জ। তাঁদের বক্তব্য আমরা যেভাবে এলিয়েনদের খুঁজে চলেছি মহাকাশে ঠিক তেমন করেই হয়তো ওরাও আমাদের খুঁজছে।

এলিয়েনরা যে সূত্র ধরে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সন্ধান করতে পারে, সেই পথেই যদি হাঁটেন পৃথিবীর গবেষকরা তবে এলিয়েনদের সঙ্গে যোগাযোগ ঘটা সম্ভব ।পৃথিবীর ট্রানজিট জোনে এ রহস্যের সমাধান লুকিয়ে থাকতে পারে,এমনটাই বলছেন দুই গবেষক।

পৃথিবীর উপর নজর রাখতে চাইলে এলিয়েনরা ওই ট্রানজিট জোনে নজরদারি করতে পারে বলে তাঁদের ধারনা। তাই পৃথিবীর বিজ্ঞানীরাও যদি ট্রানজিট জোনে নজর রাখেন তবে এলিয়েনদের খোঁজ পাওয়া সম্ভব সহজে। ওই জোনে রয়েছে বহু সৌরজগত এবং মুলত সেগুলিতেই এলিয়েনদের সন্ধান করার কথা বলেছেন ওই দুই বিজ্ঞানী। এলিয়েনদের সঙ্গে যোগাযোগের জন্য একটি ‘ব্রেকথ্রু লিস্‌ন ইনিশিয়েটিভ’-এরও প্রস্তাব দিয়েছেন তাঁরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন