নিউজ ডেস্ক : বিশ্বের স্বনামধন্য মোবাইল ফোন প্রস্তুতকারি প্রতিষ্টান এলজি ও স্যামসাং তাদের নতুন প্রজন্মের হ্যান্ডসেট জি৫ (G -5) এবং গ্যালাক্সি এস৭ আগামী ২১ ফেব্রুয়ারি একই দিনে অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এলজি সাধারণত তাদের ফ্ল্যাগশীপ ফোনগুলি এপ্রিল ও মে মাসে বাজারে এনে থাকে। কিন্তু এবার প্রস্তুতকারিদের নতুন সিদ্ধান্তের কারণে এবার নির্ধারিত সময়ের ২/৩ মাস আগে ফেব্রুয়ারীতেই বাজারে আসছে নতুন মডেলের এই হ্যান্ডসেট গুলো।
বাজারে আসার জন্য চুড়ান্ত হয়ে থাকা স্যামসং গ্যালাক্সি এস৭ ডিজাইন ও ফিটারস পর্যালোচনা করে দেখা গেছে নতুন এই ফোনটির ডিজাইনও এস৬ থেকে সামান্যই উন্নত করা হয়েছে। নতুন করে এর সাথে যুক্ত হয়েছে বিশ্বের দ্রুততর চিপসেট ও নতুন ক্যামেরা সেট আপ। অন্যদিকে এলজি জি৫ এ বর্তমানে বাজারে থাকা জি৪ এর তুলনায় হার্ডওয়্যার ও ডিজাইনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সূত্র বলছে এই ফোনটি গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে এবং এর ভিডিও’তেও বিশেষ বৈশিষ্ট্য থাকবে। ফোন প্রেমিকরা এখন অপেক্ষা করে আছে নতুন হ্যান্ডসেটের আশায়।
বাজারে আসার জন্য চুড়ান্ত হয়ে থাকা স্যামসং গ্যালাক্সি এস৭ ডিজাইন ও ফিটারস পর্যালোচনা করে দেখা গেছে নতুন এই ফোনটির ডিজাইনও এস৬ থেকে সামান্যই উন্নত করা হয়েছে। নতুন করে এর সাথে যুক্ত হয়েছে বিশ্বের দ্রুততর চিপসেট ও নতুন ক্যামেরা সেট আপ। অন্যদিকে এলজি জি৫ এ বর্তমানে বাজারে থাকা জি৪ এর তুলনায় হার্ডওয়্যার ও ডিজাইনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সূত্র বলছে এই ফোনটি গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে এবং এর ভিডিও’তেও বিশেষ বৈশিষ্ট্য থাকবে। ফোন প্রেমিকরা এখন অপেক্ষা করে আছে নতুন হ্যান্ডসেটের আশায়।