News71.com
 Technology
 15 Nov 16, 01:23 PM
 785           
 0
 15 Nov 16, 01:23 PM

আজও দেখা যাবে সুপারমুন

আজও দেখা যাবে সুপারমুন

নিউজ ডেস্ক : ১৯৪৮ সালের পর গতকাল ১৪ নভেম্বরে পৃথিবীর সবচেয়ে কাছকাছি অবস্থান করে চাঁদ। গতকাল সোমবার সূর্যাস্তের পরপরই দেখা গেছে সুপারমুন। রাত বাড়ার সাথে সাথে বেড়েছে এর উজ্জ্বলতাও। তবে আশার কথা হলো, আজ মঙ্গলবারও রাতের আকাশে দেখা যাবে এই সুপারমুন! আর একুশ শতকে প্রথম বারের মতোই ঘটেছে এই বিষয়টি। যাতে গত ছয় দশক পর, প্রথম বারের মতোই এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকল পৃথিবীর মানুষজন।

জানা যায়, ১৯৪৮ সালের ২৬ জানুয়ারির পর মাঝের এতগুলো বছরে চাঁদ কখনও পৃথিবীর এত কাছে আসেনি। বিজ্ঞানীরা জানিয়েছেন, এরপর ২০৩৪ এর নভেম্বর মাসে ফের চাঁদ পৃথিবীর এত কাছে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন