News71.com
 Technology
 18 Nov 16, 01:38 PM
 806           
 0
 18 Nov 16, 01:38 PM

অবশেষে মানুষের ডিএনএ পরিবর্তনে সফল বিজ্ঞানীরা।।

অবশেষে মানুষের ডিএনএ পরিবর্তনে সফল বিজ্ঞানীরা।।

 

নিউজ ডেস্কঃ বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্ক, চোখ,  হৃৎপিণ্ড ও যকৃতের টিস্যুর ডিএনএতে পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীদের এই সফলতার ফলে মানুষের বার্ধক্যের দুরারোগ্য রোগের চিকিৎসার সম্ভাবনা অনেক বেড়েছে বলেও জানা যায়। আর এর ফলে মানুষের গড় আয়ু বাড়ার সম্ভাবনা বাড়বে।

তাদের এই আবিষ্কারকে ‘হলি গ্রেইল’ নামে অভিহিত করে বিজ্ঞানীরা জানিয়েছেন, এ আবিষ্কারের ফলে আগে চিকিৎসা করা যেত না এমন রোগ সারিয়ে তোলা যাবে। এছাড়া মস্তিষ্কের ভঙ্গুর জিনও সক্রিয় করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন