News71.com
 Technology
 19 Nov 16, 11:31 AM
 943           
 0
 19 Nov 16, 11:31 AM

এটিএম ব্যবহারে সাবধানঃ হতে পারে মারাত্মক রোগ।।

এটিএম ব্যবহারে সাবধানঃ হতে পারে মারাত্মক রোগ।।

নিউজ ডেস্কঃ এ টি এম বুথে আমরা নিয়মিত যাতায়াত করছি। কিন্তু জানেন কি এই এ টি এম ব্যবহার থেকেই মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন আমরা বা আমাদের পরিবারের কেউ নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জেন কার্লটন জানিয়েছেন, এ টি এম–এর কিপ্যাড থেকে যে জীবাণু পাওয়া গেছে তা রোগবাহী। মানুষের আঙুলে লেগে থাকা খাবারের অবশিষ্ট অংশ শরীরে নানা রোগ বহন করে। একই কিপ্যাড ব্যবহার করলে সেই জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে। এর ফলে, ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে কোন সংক্রমণ ছড়িয়ে পড়ছে একে অপরের থেকে।

ফ্লু, ইনফ্লুয়েনজা, যক্ষা জাতীয় অসুখের পাশাপাশি যৌনরোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন