News71.com
 Technology
 25 Nov 16, 12:09 PM
 905           
 0
 25 Nov 16, 12:09 PM

পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে চলবে না গুগল প্লে

পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে চলবে না গুগল প্লে

প্রযুক্তি ডেস্ক: গুগল প্লে সেবাটি কয়েকটি মডেলের অ্যান্ড্রয়েড ফোনের জন্য বন্ধ করতে যাচ্ছে গুগল। পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড ব্যবহৃত হচ্ছে এমন কিছু স্মার্টফোনে আগামী বছর থেকে প্লে সেবাটি বন্ধ করার ঘোষণা দিয়েছে গুগল।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড (অ্যান্ড্রয়েড ২.৩) ও হানিকম্ব সংস্করণে গুগল প্লে সেবাটি সমর্থন করবে না।

বর্তমানে বিশ্বের প্রায় ১ দশমিক ৩ শতাংশ অ্যান্ড্রয়েড পণ্যে জিঞ্জারব্রেড ব্যবহৃত হচ্ছে।

এ প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ বলছে, প্রায় ছয় বছর পুরোনো জিঞ্জারব্রেড। এখন অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ নির্মাতা এ সংস্করণের জন্য অ্যাপ তৈরি করেন না। নতুন উদ্যোগ নেওয়ার ফলে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে নতুন উন্নত অ্যাপ তৈরি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন