News71.com
 Technology
 02 Dec 16, 11:06 AM
 812           
 0
 02 Dec 16, 11:06 AM

হ্যাক হতে পারে হেডফোনও....!

হ্যাক হতে পারে হেডফোনও....!

প্রযুক্তি ডেস্কঃ সাধারণত মোবাইল, কম্পিউটার, ওয়েবসাইট ও অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে। কিন্তু আপনি কী জানেন, স্মার্টফোনের হেডফোনও হ্যাক হতে পারে।

অবাক হচ্ছেন তো? অতো অবাক হওয়ার কিছু নেই। আসলেই হ্যাক হতে পারে হেডফোনও। আর এর মাধ্যমে হ্যাকার আপনার আশেপাশে উপস্থিত সমস্ত ব্যক্তিদের কথোপকথনও শুনতে পারে।

মোবাইল বা কম্পিউটারে হেডফোন লাগালে তা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। কথাগুলো জানিয়েছেন ইসরাইলের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

ওই গবেষকদের এক রিপোর্ট অনুযায়ী, যে কারোর হেডফোন বা ইয়ারফোনকে ম্যালওয়ারের মাধ্যমে হ্যাক করে মাইক্রোফোনে বদলানো যেতে পারে।

গবেষকদের দাবি, হ্যাক করার পর আপনার সমস্ত কথা রেকর্ড করার পাশাপাশি হ্যাকার যে কোনো জায়গায় বসে তা শুনতে পারবে।

আশ্চর্যের বিষয়, হেডফোন স্মার্টফোন বা কম্পিউটারে সংযুক্ত করা না থাকলেও হ্যাকার আপনার কথা তখনও শুনতে পারবে। শুধু আপনার না, আপনার ঘরের মধ্যে উপস্থিত বাকি সকলের কথা শোনা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন