News71.com
 Technology
 11 Dec 16, 04:05 PM
 4772           
 3
 11 Dec 16, 04:05 PM

যেনে নিন মোবাইলে হারিয়ে যাওয়া ফাইল ফেরত পাবেন কীভাবে ।।

যেনে নিন মোবাইলে হারিয়ে যাওয়া ফাইল ফেরত পাবেন কীভাবে ।।

প্রযুক্তি ডেস্কঃ অনেক সময় কোন এক কারণে দরকারি যে কোন ফাইল হারিয়ে যেতে পারে মোবাইলের মেমরি কার্ড থেকে। তবে হারিয়ে যাওয়া ফাইল আবার ফিরিয়ে আনার পুনরুদ্ধার করা সম্ভব ।

জেনে নিন পদ্ধতিটি-

১। প্রথমেই http://filehippo.com/download_recuva ঠিকানায় গিয়ে Recuva নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার ফরম্যাট করা কার্ডটা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন ।

২। এবার সফটওয়্যারটি রান করে নেক্সট বাটনে ক্লিক করুন। এর ফলে নতুন একটি পপ-আপ বক্স খুলে যাবে। যে ফাইলটি আপনি রিকভার করতে চান, সেটা কী ধরনের ফাইল ছিল, সেই অপশনে ক্লিক করুন। ইমেজ হলে ইমেজ ফাইল। পি ডি এফ হলে পিডিএফ ।

৩। তারপরে ‘In a specific location’ ক্লিক করে মেমোরি কার্ডটি সিলেক্ট করুন । এর পর Enable a deep scan অপশনে টিক দিয়ে Start ক্লিক করুন। তারপর কয়েক মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনার মোমোরি কার্ড থেকে ফরমেট হয়ে যাওয়া ফাইল রিস্টোর হয়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন