News71.com
 Technology
 16 Dec 16, 11:25 AM
 906           
 0
 16 Dec 16, 11:25 AM

রিকল অপশনের মাধ্যমে মুছতেও পারবেন হোয়াটসঅ্যাপ এ পাঠানো ভুল মেসেজ ।।

রিকল অপশনের মাধ্যমে মুছতেও পারবেন হোয়াটসঅ্যাপ এ পাঠানো ভুল মেসেজ ।।

প্রযুক্তি ডেস্কঃ হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে কোন মেসেজ পাঠিয়ে ফেলতেই পারেন। তারপর অপ্রস্তুত হয়ে পড়েবেন এটাই স্বাভাবিক। আপনার সমস্যা বুঝতে পেরেছে ফেসবুকের এই মেসেজ সার্ভিস। তাই এ বার থেকে ইউজারদের জন্য সেন্ট মেসেজ রিকল ও এডিট করার সুবিধা নিয়ে আসছে তারা ।

রিকল অপশন সিলেক্ট করলে তা অন্য প্রান্তে থাকা স্মার্টফোন থেকেও ডিলিট হয়ে যাবে। আইওএস ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.১৭.১.৮৯৬-এ এই অপশন থাকবে এই সুবিধা। রিপ্লাই, স্টার, ফরওয়ার্ড, ডিলিট, মেসেজ, স্পিক অপশনের মতোই থাকবে ‘রিভোক’ অপশনও ।

তবে যাকে মেসেজটি পাঠিয়েছেন তিনি যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্তই রিভোক করা যাবে। মেসেজ এক বার ‘সিন’ হয়ে গেলে আর অপশন কার্যকর হবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন