প্রযুক্তি ডেস্কঃ এতদিন ফেসবুকে লাইভ ভিডিও অপসান ছিল, এখন সেই অপসান টুইটারেও আসতে চলেছে। যদিও এগিয়ে থাকার লড়াইয়ে ফেসবুকের ধারে কাছেও নেই টুইটার। ফেসবুককে টেক্কা দিতে নতুন এই অপসান আনছে টুইটার ।
যতদিন যাচ্ছে তলানিতে গিয়ে ঠেকছে টুইটারের জনপ্রিয়তা। ইউজারদের টানার দিক দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের অন্যান্য সাইটগুলোর চেয়েও পিছিয়ে যাচ্ছে টুইটার। এ রকম অচল অবস্থা কাটাতে নতুন পরিসেবা আনা হচ্ছে। একটি সূত্র মতে, পেরিস্কোপ নামের এক ভিডিও সংস্থার সঙ্গে যৌথভাবে লাইভ ভিডিও আনছে টুইটার। তবে তার জন্য পেরিস্কোপ অ্যাপ আলাদা করে ডাউনলোডও করতে হবে না ।
টুইটারে এই অপসান শুরুর আগে কেবল আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যাবে। টুইটারে কীভাবে সরাসরি ভিডিও শেয়ার করা যাবে? পদ্ধতিটা খুবই সহজ। টুইট করতে গেলে যা করতে হয়, তাই করলেই চলবে।
মানে, শুরুতে ক্লিক করতে হবে টেক্সটের সাদা জায়গায়। এরপর ট্যাপ করতে হবে লাইভ বাটনটা। শেষমেশ ফ্রেমটা ঠিক করে নিলেই হলো। এতেই শুরু লাইভ ভিডিও ।