News71.com
 Technology
 27 Dec 16, 08:15 PM
 885           
 0
 27 Dec 16, 08:15 PM

মাদক সেবনে হিংস্র হয়ে উঠে মানুষ, জানিয়েছেন গবেষকরা ।।

মাদক সেবনে হিংস্র হয়ে উঠে মানুষ, জানিয়েছেন গবেষকরা ।।

 

প্রযুক্তি ডেস্কঃ এক প্রতিবেদনে মার্কিন গবেষকরা জানিয়েছেন, ৬মাস ধরে ক্রমাগত হিংসার শিকার হলে বা হিংসায় মদত দিলে যে কেউ মানসিক অসুস্থ হতে পারেন। নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর সরশ দেসমারাইস বলেছেন, আশ্রয়চ্যুত হওয়া, অসুস্থ রোগীর খারাপ চিকিৎসার ফলে যে কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ।

তিনি আরো বলেছেন, মাদক নিলে হিংস্র হয়ে উঠেন মানু্ষ। আর মদ্যপান করলে হিংসার শিকার হন অনেকে। তবে হিংস্র হওয়া বা হিংসার শিকার হওয়া- প্রত্যেকেরই কিছু মানসিক বিচ্যুতি দেখা দেয়। সাধারণত উদ্বেগ, হতাশা, বিষাদ পড়ে মানুষ নিজের প্রতি স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গবেষকদের বক্তব্য, এই অবস্থায় ওই ব্যক্তির চিকিৎসা করানো দরকার। নয়তো তিনি গোষ্ঠী হিংসার জন্ম দিতে পারেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন