News71.com
 Technology
 20 Jan 17, 11:41 AM
 822           
 0
 20 Jan 17, 11:41 AM

একটা এসএমএসেই ধ্বংস হতে পারে আপনার সাধের আইফোন ।।

একটা এসএমএসেই ধ্বংস হতে পারে আপনার সাধের আইফোন ।।

 

প্রযুক্তি ডেস্কঃ অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ফোনে ভাইরাস অ্যাটাক বা ক্র্যাশ করানোর খবর এতদিন টেক দুনিয়ার শিরোনামে ছিল। এবার বাদ যাচ্ছে না আইফোন বা আইপ্যাডও। সামান্য এসএমএস-এর শিকারেই ক্র্যাশ হয়ে যাচ্ছে অ্যাপলের ডিভাইস ।

একটা পতাকা, শূন্য ও রামধনু – এই ৩টি ইমোজি একসঙ্গে কোনো অ্যাপল ডিভাইসে এসএমএস করলেই ক্র্যাশ হয়ে যাচ্ছে সেটি। আইফোন বা আইপ্যাড-এ এই মেসেজটি যতবার এসেছে, আইওএস ৮ (iOS  ফ্রিজ হয়ে গেছে। বাদ যায়নি তার হাইয়ার আইওএসও (iOS)। ইউটিউব অ্যাকাউন্ট এভরিথিংঅ্যাপলপ্রো-র পক্ষ থেকে প্রথমে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। ভিডিও সহকারে দেখানো হয়েছে, কীভাবে ওই ৩ ইমোজি ডিটেক্ট করতে না পেরে ক্র্যাশ করছে আইফোন ।

যদিও এই বাগটি প্রথম আবিষ্কার করা ভিনসেন্ট ডেসমার্স-এর মতে, পুরোপুরি না হলেও সাময়িক সময়ের জন্য ফ্রিজ হয়ে যাবে আইফোনের ওএস। কারণ এই মেসেজ-এর সঙ্গে থাকা ভ্যারিয়েশন সিলেক্টর ক্যারেকটার-টি ডিটেক্ট করতে না পেরেই ফ্রিজ হয়ে যাচ্ছে আইওএস। তবে অল্প সময়ের জন্য ফ্রিজ হয়ে গেলেও পরে নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে আইফোন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন