News71.com
 Technology
 13 Jan 16, 09:36 AM
 1847           
 0
 13 Jan 16, 09:36 AM

টিপি-লিংক বাজারে নিয়ে আসছে নতুন স্মার্ট ফোন

টিপি-লিংক বাজারে নিয়ে আসছে নতুন স্মার্ট ফোন
বর্তমান বিশ্বে টিপি-লিংক কোম্পানি রাউটার উৎপাদনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এবার টিপি-লিংক বাজারে নিয়ে আসছে স্মার্ট ফোন। প্রথমত তারা বাজারে আনছে নেফোস লাইন-আপের তিনটি স্মার্টফোন - নেফোস সি৫, সি৫এল এবং সি৫ ম্যাক্স।
TP-LINK C5 MAX

কনফিগারেশনের দিক দিয়ে সি৫ ম্যাক্স ফোনটি অন্য দুটোর থেকে এগিয়ে রয়েছে। এতে রয়েছে ১০৮০ * ১৯২০ পিক্সেল রেজ্যুলুশনের ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, একটি অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫৩ চিপসেট, ২ গিগাবাইট র‌্যাম এবং ১৬ গিগাবাইট সম্প্রসারণযোগ্য আভ্যন্তরীন স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ মেগা পিক্সেল সেলফি শুটার, অ্যানড্রয়েড ৫.১ ললিপপ, ৩০৪৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।
TP-LINK C5
নেফোস সি৫ এ আছে ৭২০ * ১২৮০ পিক্সেল রেজ্যুলুশনের ৫ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক এমটি৬৭৫৩ চিপসেট, ২ গিগাবাইট র‌্যাম এবং ১৬ গিগাবাইট সম্প্রসারণযোগ্য আভ্যন্তরীন স্টোরেজ, ৮ মেগাপিক্সেলপ্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি স্নাপার, ব্যাটারির ক্ষমতা ২২০০ মিলিঅ্যাম্পিয়ার।  
TP-LINK C5L
নেফোস সি৫এল এ আছে ৪৮০ * ৮৫৪ পিক্সেল রেজ্যুলুশনের ৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্নাপড্রাগন ২১০ চিপসেট, ১ গিগা র‌্যাম এবং ৮ গিগাবাইট সম্প্রসারণযোগ্য আভ্যন্তরীন স্টোরেজ, এর ৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ব্যাটারির ক্ষমতা ২০০০ মিলিঅ্যাম্পিয়ার। 

ফোনগুলার কনফিগারেশন জানা গেলেও মূল্য সম্পর্কে কোন ধারণা পাওয়া যায় নি।
By- Antu

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন