সাড়ে চার হাজারেরও বেশি ভিডিও দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ছাত্রছাত্রী দেখছে, শিখছে পদার্থবিদ্যা, জীববিদ্যা, অঙ্ক ও রসায়ন এই চার বিষয়ের উপরে। পরীক্ষার জন্য তৈরি হচ্ছে নোটস নিয়ে। পুরোটাই বিনামূল্যে।
রীতিমতো ‘ডিজিটাল প্রাইভেট টিউটর’ ধানবাদের বাঙালি গৃহবধূ রোশনী মুখোপাধ্যায়। তাঁর আপলোড করা ভিডিওগুলো দেখার জন্য টাকা দিয়ে কোন গ্রাহক হতে হয় না। শুধুমাত্র ইন্টারনেট ডেটার খরচটুকু প্রয়োজন। স্বয়ং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই ‘ডিজিটাল প্রাইভেট টিউটর’-কে পুরস্কৃত করবেন। গতকাল তিরিশ বছরের রোশনী বলেছেন, “এ বছর ১০০ জন ‘উইমেন অ্যাচিভার’ মনোনীত করেছে কেন্দ্রীয় সরকারের নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। আমি তাঁদের এক জন। কাল দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে পুরস্কার নেব।”
পড়ানোর ইচ্ছে তাঁর অনেক দিন ধরেই ছিল বলে জানিয়েছেন রোশনী । বিশেষ করে গরিব ছাত্রছাত্রীদের। তিনি বিনা পারিশ্রমিকে আকছার পাড়ায় বা রেল স্টেশনে পড়ানোর কথা শুনেওছেন । সব দেখেশুনে তাঁরও সাধ জাগে বিনা বেতনে পড়ানোর। কিন্তু সেই সাথে তাঁর মনে প্রশ্ন জেগেছিল, ‘‘এ ভাবে একসঙ্গে কত জনই বা উপকৃত হয়?’’ ঠিক তার পরেই বিনা পারিশ্রমিকে ইন্টারনেটের মাধ্যমে পড়ানোর কথাটা তাঁর মাথায় আসে। তিনি বলেন,“এখন ডিজিটালের যুগ। তাই ভাবলাম এ বার পড়ানোর কাজটাও ডিজিটালেই করা যাক।” রোশনী জানান, তিনি এখন বেঙ্গালুরুতে রয়েছেন স্বামীর কাজের সূত্রে । ডিজিটাল শিক্ষিকা হওয়ায় বেঙ্গালুরু থেকে পড়াতে তাঁর কোনও অসুবিধা হয় নাঙ
রোশনী জানালেন, একটা স্মার্ট ফোন আর ইন্টারনেট সংযোগ থাকলেই তাঁর নোটস পাওয়া যাবে। তাঁর ওয়েবসাইটের নাম ‘এগ্জাম ফিয়ার ডট কম’। ওয়েবসাইটের মাধ্যমেই নোটসশ পড়ুয়াদের নানা সমস্যা মিটিয়ে দিচ্ছেন রোশনী। সুত্র আনন্দ বাজার পত্রিকা-কলকাতা