নিউজ ডেস্কঃ হোয়াটসঅ্যাপের পর এবার ইউজারদের মেসেজ এনিক্রপ্ট করবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ভাইবার। মূলত ‘ইন্টারসেপশন’ থেকে প্লাটফর্মটির টেক্সট এবং কল রক্ষা করতেই ইউজারদের মেসেজ এনক্রিপ্ট করবে ভাইবার ।
ভাইবারের প্রধান পরিচালন কর্মকর্তা মাইকেল শামিলভ এক ব্লগপোস্টে বলেন, আপনার ব্যক্তিগত কথাবার্তায় আরও বেশি সুরক্ষা দিতে আমাদের ভাইবার টিম কাজ করছে। আর তার জন্য আপনার ব্যক্তিগত যোগাযোগকে ইন্ড-টু-ইন্ড এনক্রিপশন, হিডেন চ্যাট এবং মেসেজ ডিলেশনের মাধ্যমে ঐ প্রক্রিয়ায় আরও একটি উদ্যোগ আজ নিলাম আমরা। তিনি বলেন, ভাইবার অনেকদিন থেকেই মেসেজ রুদ্ধ ব্যাপারটি নিয়ে কাজ করছে। তাই ইউজারদের নির্ভয়ে ভাইবার ব্যবহার করার আহবান জানান তিনি। আর সে মেসেজ বা কল ওয়ান-টু-ওয়ান, গ্রুপ, ডেস্কটপ, মোবাইল বা ট্যাবলেটে ব্যবহৃত হলেও তা রুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই ।
উল্লেখ্য, এ মাসের প্রথমদিকে ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপও হ্যাকার এবং সরকার থেকে তাদের ১ বিলিয়ন ইউজারের ব্যক্তিগত আলোচনা রক্ষা করার জন্য ইন্ড-টু-ইন্ড এনক্রিপশনের ঘোষণা দেয় ।