News71.com
 Technology
 22 Apr 16, 11:33 AM
 1040           
 0
 22 Apr 16, 11:33 AM

কেন মোবাইলে এরোপ্লেন মুড অপশনের থাকে ?

কেন মোবাইলে এরোপ্লেন মুড অপশনের থাকে ?

নিউজ ডেস্কঃ এরোপ্লেনে আমরা অনেকেই চড়ি। ফ্লাইটে ওঠার পর প্রতিবারই শোনা যায় সুন্দরী এয়ারহোস্টেসের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। এগুলোর মধ্যে একটি নির্দেশনা থাকে মোবাইল ফ্লাইট/এরোপ্লেন মুডে রাখার।

আপনি হয়তো সে কথায় বিশেষ কান দেন না। কিন্তু যদি শোনেন ফ্লাইট মোডে মোবাইল না রাখলে কী হতে পারে, তবে দ্বিতীয় বার আর এই ভুল করবেন না। জেনে নিন কেন মোবাইলে ফ্লাইট মুড রাখা হয়েছে এবং কেনই বা প্লেনে উঠলে মোবাইল ফ্লাইট মুডে রাখতে বলা হয়:

ফ্লাইটে ওঠার পর মোবাইল ফ্লাইট মোডে রাখতে বলার অন্যতম কারণ হল সিগন্যালের সমস্যা। মোবাইলের সিগন্যালের সঙ্গে পাইলটের কাছে আসা সিগন্যালের সংঘর্ষে অনেক সময় পাইলট পান না কন্ট্রোল রুমের সিগন্যাল।

সেক্ষেত্রে পাইলট না পেতে পারেন কোন গুরুত্বপূর্ণ সিগন্যাল। বিপদে পড়তে পারে এরোপ্লেনটি। মূলত সিগন্যালের সমস্যার জন্যই মোবাইল ফ্লাইট মুডে রাখতে বলা হয়।

তবে কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স বর্তমানে কিছু উন্নত টেকনোলজি ব্যবহার করছে যা মোবাইল অন রাখলেও সিগন্যালের সমস্যা তৈরি হতে দেয় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন